উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত বছর উপজেলা প্রশাসন রাজপরগণার পূর্বপাশের আম বাগানের ২.৬৯ একর জমিতে শেখ রাসেল শিশু পার্কের স্থান নির্ধারণ করেন। সে মোতাবেক গত বছরের ১৭ মার্চ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সে সময় বিশেষ বরাদ্দের ৬ লক্ষ টাকা ব্যয়ে পার্কের প্রাথমিক নির্মাণ কাজ শুরু করা হয়। যা পার্কের মধ্যে থাকা আম ও নারিকেল গাছের গোড়া বাধাঁয়ের (পাকা করণ) কাজ করা হয়। অপরদিকে পার্কের বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজের জন্য টুরিজম বোর্ড থেকে গত বছর ২৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। যা বিধি মোতাবেক টেন্ডারের প্রক্রিয়া শেষে এখন কাজ শুরুর অপেক্ষায় রয়েছে।
ধোকড়াকুল ডিগ্রী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মুন্সি শাখাওয়াত হোসেন বলেন, রাজার আমবাগানের গাছ গুলো অনেক পুরোনো। গাছের গোড়ায় যে পরিমান মাটি থাকার কথা তার চেয়ে বেশী হলে যত ছোট বা বড় গাছ হোক তা মারা যাবে। কারণ কিছু গাছের প্রধানমূলতন্ত্র আছে যেটা মাটির উপরিভাগে বা সমতলস্তরে খাদ্য গ্রহণ করেন। সেখানে অপরিকল্পিত ভাবে গাছের গোড়া পাকাকরণ ও গোড়ায় অতিরিক্ত মাটি দেয়ার কারণে গাছ মারা যায়। এর কারণ হিসাবে তিনি বলেন, গাছের কিছু শেখড় আছে যা মাটির উপর থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে। মাত্রাতিরিক্ত মাটির চাপের কারণে সে গাছ গুলো মারা যেতে পারে।
লোকনাট্য গবেষক ও নাট্যকার কাজী সাইদ হোসেন দুলাল বলেন, বর্তমানে শেখ রাসেল শিশুপার্কটি পাঁচআনি রাজার রোপনকৃত আমবাগান। এটা শুধু একটা আম বাগানই মারা যায়নি, ধ্বংশ হয়ে গেছে রাজপরগণার একটি ঐতৈহ্য। অবৈজ্ঞানিক ভাবে গোড়া বাধাঁয়ের কারণে পুরোনো এই আম ও ডাব গাছের মৃত্যু হলো। তিনি আরো বলেন, আগামীতে যেকোনো উন্নয়নমূলক পরিকল্পনায় যেনো রাজপরগণায় কোনো ধ্বংশের কারণ না হয় সেদিকে খেয়াল রাখা জরুরী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, পার্কের মধ্যে থাকা গাছ গুলো অনেক অতিজরার্জীন্ন ও পুরোনো ছিল। বয়ষের কারণে হয়তো গাছ গুলো মারা যেতে পারে। তবে পার্কের সৌন্দর্যবর্ধনে আবারো ওই স্থানে নতুন করে বৃক্ষরোপন করা হবে।
0 মন্তব্যসমূহ