Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেছে বিএনপি নেতাকর্মী





নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলা শহীদ আবুল কাশেম স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ কবির সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও দ্রুত পরিচালনা কমিটি গঠনের মত ব্যক্ত করেন তারা।

২৭ এপ্রিল( রবিবার)শহীদ আবুল কাশেম স্কুল ও কলেজে বেলা দশটার দিকে উক্ত কলেজের শিক্ষক কর্মচারীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল হক বিদয়,মো:করিম,মো:আলমগির,মো:সজিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো:আলাউদ্দীন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো:জিলহজ্ব, সবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো: আলেক, উপজেলা শ্রমিক দল সদস্য সচিব মো:মুনছুর,পৌর শ্রমিকদল এ সদস্য সচিব, মো:রিপন,ঝলুকা ইউনিয়ন এর যুবদলের নেতা, মো:মানিক,মো:ওয়াজুল,মো:তোফাজ্জল, বিএনপি নেতা,সাবেক বিএনপির নেতা মো: মানিক সরকার,মিনাল সরকার,মো:নুর ইসলাম,মো:রুস্তম,মো:সামাদ,মো:হারান,মো:ছাত্তার,মো:সিদ্দিক, মো:গফুর,মো:মোস্তফা,
মো:সরোয়ার,মো:নাজমুল,মো:জিল্লুর প্রমূখ সহ ২০০ জন নেতা কর্মী সহ জনসাধারণ উপস্থিত ছিলেন, এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ও বিএনপি নেতা মিনহাজ সরকারকে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত করে কমিটি গঠন করলে প্রতিষ্ঠানের উন্নয়ন সর্বোচ্চ শিকড়ে পৌঁছাবে বলে মত ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ