Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে ৪১ মাদ্রাসা ইয়াতিম শিশুদের মাঝে দুম্বার গোশত বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ 


রাজশাহীর দুর্গাপুর “রাজকীয় সৌদি আরব সরকার কতৃক প্রেরিত কোরবানির গোশত” ৪১ টি মাদ্রাসা, ইয়াতিম খানা দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। সিন্ডিকেট ভেঙ্গে  প্রকৃত হকদার দের নিকট  বন্টিত হওয়াতে  সাধুবাদ জানিয়েছেন জনসাধারণ। 

৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কতৃক  বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিতিতে ৪১ মাদ্রাসা ও ইয়াতিম খানার ও অসহায় দুস্থ জনসাধারণের মাঝে গোশত সরবরাহ করা হয়। 

জামিউল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রধান ওস্তাদ (হুজুর) মোঃ জহরুল ইসলাম বলেন, “বুধবার সন্ধ্যায় উপজেলা থেকে ১২০ জন ছাত্র ছাত্রীর জন্য ১ কার্টুন দুম্বার গোশত সরবরাহ করা হয়েছে। গোশত গুলো আমরা সংরক্ষিত রেখেছি।  রান্না করে অসংখ্য ইয়াতিম ছাত্রদের খাওয়ানো হবে। এমন উদ্যোগের জন্য সৌদি সরকার, বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানাই”।  

দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস.এম. শামীম আহম্মেদ বলেন, “সৌদি সরকারের পাঠানো দুম্বার গোশত  উপজেলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন মাদ্রাসা এবং কিছু অসহায়-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাংস বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়নি। যেহেতু এগুলো ছিল ফ্রিজার জাত মাংস, তাই সংরক্ষণের সুযোগ ছিল না—পৌঁছানোর পরই দ্রুত বিতরণ করা হয়। তবে মাদ্রাসা ও দুস্থদের বাইরে কাউকেই মাংস দেওয়া হয়নি।”

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিন জানান, “দুম্বার গোশত ৪১ টি মাদ্রাসা-এতিমখানা এবং উপস্থিত কিছু অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাংস পচনশীল দ্রব্য। এগুলো সংরক্ষণের সুযোগ না থাকায় যে সকল  মাদ্রাসা-এতিমখানায় বোর্ডিং আছে, তাদের সকলকে একত্রিত করে বিতরণ করা হয়েছে”।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ