Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

সাবেক এমপি মমতাজ বেগমের সুস্থতা কামনায় এলডিপির দোয়া মাহফিল অনুষ্ঠিত





মো: মনোয়ার হোসেন, রাজশাহী :


লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল।

এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় রাজশাহী শাহমুখদম (রঃ) মাজার শরীফে।


এ সময় এলডিপির সভাপতি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর বিক্রম কর্ণেল (অব.) ড. অলি আহমেদের সহ-ধর্মিণী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এর আশু রোগমুক্তি কামনা করা হয়।


উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি এস.এম.শাফিউল আজম জুয়েল, সাধারণ সম্পাদক ওয়াহেদ জামান ডাবলু, এলডিপির রাজশাহী জেলার সভাপতি জহুরা শারমিন, মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাজশাহী জেলা এলডিপি, রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক দুর্গাপুর থানা এলডিপি সহ রাজশাহী মহানগর ও জেলা এলডিপির নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, ও সাধারণ জনগণরা উপস্থিত ছিলেন।


এ সময় সকলে মিলিত ভাবে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন।এবং দোয়া ও মাহফিলের মাধ্যমে এলডিপির নেতাকর্মীরা এক মানবিক এবং ঐক্যবদ্ধ বার্তা দিয়েছেন—দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন, সেই সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।


এছাড়া দোয়া ও মোনাজাত শেষে এলডিপির পক্ষ থেকে শত শত মানুষের মাঋে খাবার বিতরণ করে দোয়া ও মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।#

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ