মঙ্গলবার (২মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার বড়রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সাতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর, সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সরকার প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জগদীশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
পরে বিকেল ৪টায় ছাতারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সাংসদ প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
0 মন্তব্যসমূহ