Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

মৌলবাদীরা ভয় দেখিয়ে দেশের কোথাও সাংস্কৃতিক বন্ধ রাখতে পারবে না : সাংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : আমাদের হারিয়ে যাওয়া লোক সংগীত লোকপালা যুগে যুগে ছিল এবং থিয়েটারের মাধ্যমে সাধারণ মানুষের মনে থাকবে। লোক সংস্কৃতির মাধ্যমে বাঙ্গালিরা ইতিহাস ঐতিহ্য লালন করেন। মৌলবাদীরা ভয় দেখিয়ে দেশের কোথাও সাংস্কৃতিক বন্ধ রাখতে পারবে না বলে জানান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় তিনি বাংলাদেশ গ্রাম থিয়েটার পুঠিয়া শাখার আয়োজনে ১৬তম বাংলা লোকনাট্য উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কথা বলেন।

বাংলাদেশ গ্রাম থিয়েটার পুঠিয়া শাখার আয়োজনে বাংলা লোকনাট্য উৎসবে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি, পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ ডাঃ মনসুর রহমান, সংরক্ষিত মহিলা সাংসদ অ্যাড. আদিবা আনজুম মিতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রধান উপদেষ্টা অধ্যাপক হাসান আজিজুল হক ও তৌফিক হাসান ময়না। এ সময় উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী বাংলা লোকনাট্য উৎসব রাজশাহীর পুঠিয়া ঐতিহাসিক রাজবাড়ী মাঠে শুরু হয়েছে। মরহুম সেলিম আল দীনসহ নিহত সকল সাংস্কৃতিক ব্যক্তিদের স্বরণে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয় সন্ধ্যা ৬টায়।

এর আগে বিকেল ৩টায় গ্রামীন লাঠি খেলা শুরু হয়। এরপর মঙ্গল শোভাযাত্রা রাজবাড়ি মাঠ থেকে পুঠিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় আলোচনা সভা শেষে রাজশাহীর ধ্রুপদালোক সংগঠনের নৃত্য পরিবেশনের পর গুনিজনদের মাঝে সেলিম আল দীন সম্মাননা পদক ১৪২৭ প্রদান করা হয়।

বাংলা লোকনাট্য উৎসব সমন্বয়কারী কাজী সাইদ হোসেন দুলাল বলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সবচেয়ে বড় অনুষ্ঠান শুরু থেকে পুঠিয়াতে হয়ে আসছে। আশির দশকে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মরহুম সেলিম আল দীন ও আমিসহ কয়েকজন মিলে গ্রাম থিয়েটার নামে দল গঠন করি। আর সকলের মতামতে ১৯৮৯ সালে প্রথম পুঠিয়া রাজবাড়ী মাঠে আনুষ্ঠানিক ভাবে উৎযাপন করা হয়।

আমাদের গ্রাম থিয়েটার একটি সংগঠনই নয়, এটা গ্রাম বাংলার হাজারো বছর আগে হারিয়ে যাওয়া বিভিন্ন লোকপালা, লোক কথা, লোকনৃত্য, সঙযাত্রা, দেহতত্ত্ব, গম্ভীরা, লোকপালা, গীতিনাট্য, ও যাত্রাপালাসহ দেশী সাংস্কৃতি তুলে ধরা হয়। এর মধ্যে আমাদের অনেক চড়াই উৎরাই পাড়ি দিতে হয়েছে। দীর্ঘ প্রায় ৩০ বছরের মধ্যে এবার আমাদের ১৬তম লোকনাট্য উৎসব উৎযাপন করা হচ্ছে। এর কারণ হিসাবে তিনি বলেন, অর্থ সংকটসহ নানা জটিলতায় প্রতিবছর অনুষ্ঠানটি উৎযান করতে পারিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ