তবে অন্য কোনো দলের প্রার্থী নির্বাচনের অংশ গ্রহণ না করার সম্ভাবনা রয়েছে। যার কারণে আ’লীগের মনোনিত দলীয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।
উপজেলা আ’লীগের দলীয় সূত্রে জানা গেছে, মেয়াদ পূর্ণ একমাত্র বেলপুকুর ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে ওই ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নামের তালিকা সংগ্রহ করা হয়েছে।
সে লক্ষ্যে ১২ মার্চ বেলপুকুর হাই স্কুল মাঠে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় ৬ জন দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী তাদের নাম জমা দেন। এরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউপি আ’লীগের সভাপতি বদিউজ্জামান বদি, সাধারন সম্পাদক আব্দুল জলিল, আ’লীগ নেতা মন্জুর রহমান, রাজিবুল হক রাজিব, মাহিবুল ইসলাম বিদ্যুৎ ও ফজলে রাব্বি।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, সারাদেশে প্রথম ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। দ্বিতীয় বা তৃতীয় ধাপে বেলপুকুর ইউপির নাম আসতে পারে।
সে লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য দলীয় সিদ্ধান্ত মোতাবেক একটি বর্ধিত সভা হয়েছে। সভায় ৬জন দলীয় লোক চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন। আমরা তাদের নাম জেলায় পাঠিয়েছি। আজ-কালের মধ্যে জেলা কমিটির স্বাক্ষরিত তাদের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়ে দিবেন।
যেহেতু বদিউজ্জামান বদি বর্তমান চেয়ারম্যানের দ্বায়িত্বে আছেন সে হিসেবে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি দল হয়তো তাকেই মনোনয়ন দিতে পারেন।বেলপুকুর এলাকার শাহিনুল হোসেন বলেন, অন্য কোনো দল এবার হয়তো নির্বাচনের অংশ গ্রহণ করছেন না।
তাই আ’লীগের দলীয় একক প্রার্থী ছাড়া নির্বাচনে হয়তো আর কোনো প্রার্থী আসছেন না। তাছাড়া সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এলাকায় কোনো প্রচার প্রচারনা করছেন না। বর্তমানে মাঠে একমাত্র বদি চেয়ারম্যানই প্রচারনার কাজ করছেন। যার কারণে আবারো তিনি নির্বাচিত হতে পারেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, উপজেলায় একমাত্র বেলপুকুর ইউনিয়নের মেয়াদ পূর্ণ হয়েছে। যে কোনো ধাপে এখানে তফসিল ঘোষনা হতে পারে। তবে আমাদের পক্ষ থেকে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।স
0 মন্তব্যসমূহ