সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে বিনামূল্যে কৃষক ও জনসাধারণের মাঝে মাস্ক, স্যানিটাইজার,সাবান বিতরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণা চালানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা-কৃষক লীগের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃগোলাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনসার আলী, নওপাড়া ইউপি কৃষক লীগের সভাপতি রেজাউলকরিম (রেজা)কিসমত গণকৈড় ইউপি সভাপতি সিরাজ উদ্দিন, সম্পাদক আসলাম আলী, পানানগর ইউপি সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম রাজু, দেলুয়াবাড়ি ইউপি সভাপতি মোঃ রাজু আহমেদ, ঝালুকা ইউপি সভাপতি মোঃ জহির উদ্দিন, পৌর সভাপতি মোঃ খলিলুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী বৃন্দ।
এ বিষয়ে কৃষক আফজাল হোসেন বলেন, দুর্গাপুর উপজেলা কৃষক লীগ সবসময় আমাদের পাশে থেকেছে আজ মাস্ক স্যানিটাইজার সাবান বিতরণ করল। বিশেষ করে সাধারন সম্পাদক গোলাপ হোসেন অসাধারণ একজন লিডার। সকল সময়ে আমাদের খোঁজখবর রাখেন যেনো তিনি আমাদের পরিবারের সদস্য।
কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন জানান, কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাননীয় এমপি ডাঃ মুনসুর রহমানের দিকনির্দেশনা দুর্গাপুরে মহামারী করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক স্যানিটাইজার, সাবান সামগ্রী বিতরণ করী।
কৃষক লীগের এমন মানবিক উদ্যোগে স্বাগত জানিয়েছেন সকল স্তরের সাধারণ মানুষ।
0 মন্তব্যসমূহ