Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

পুঠিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৫

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ১০জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আজ শুক্রবার  (১৬ এপ্রিল)জুম্মার নামাজ পর বেলপুকুর ইউনিয়নের ধলাট কোনরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন।

আটককৃত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বড়ধলাট গ্রামের মোঃ ইউনুস (৬৭), মো. মিঠন (৩২), জিএম (২৫) ও সাইদুর রহমান (২৮)।

আর আহতরা হলেন- মোঃ কামরুল, বাচ্চু, আমজাদ, সাত্তার, ইছাহক, মুনজুর, আমজাদের স্ত্রী সানু, পলাশ ও এজাহার। তারা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওই গ্রামে দুটি গ্রুপ আছে একটি রবি গ্রুপ ও একটি জাহিদ গ্রুপ। মসজিদের হিসাবপত্র ছাড়াও কিছু আনুসাঙ্গিক বিষয় নিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে জুম্মার নামাজ পর দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ৭ থেকে ৮ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে উভয় পক্ষের ৫ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

ওসি আরো জানান, এ ব্যপারে উভয় পক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ