আজ শুক্রবার (১৬ এপ্রিল)জুম্মার নামাজ পর বেলপুকুর ইউনিয়নের ধলাট কোনরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন।
আটককৃত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বড়ধলাট গ্রামের মোঃ ইউনুস (৬৭), মো. মিঠন (৩২), জিএম (২৫) ও সাইদুর রহমান (২৮)।
আর আহতরা হলেন- মোঃ কামরুল, বাচ্চু, আমজাদ, সাত্তার, ইছাহক, মুনজুর, আমজাদের স্ত্রী সানু, পলাশ ও এজাহার। তারা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওই গ্রামে দুটি গ্রুপ আছে একটি রবি গ্রুপ ও একটি জাহিদ গ্রুপ। মসজিদের হিসাবপত্র ছাড়াও কিছু আনুসাঙ্গিক বিষয় নিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে জুম্মার নামাজ পর দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ৭ থেকে ৮ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে উভয় পক্ষের ৫ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
ওসি আরো জানান, এ ব্যপারে উভয় পক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
0 মন্তব্যসমূহ