Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

পুঠিয়ায় ট্রাক চাকায় ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যানচালক আব্দুস সামাদ (৪৫) ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।

নিহত ভ্যান চালক পুঠিয়া সদর ইউনিয়নের গোবিন্দনগর এলাকার আবেদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৭টার দিকে পুঠিয়া সদর বাসস্ট্যান্ড এলাকার এ দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে থানা (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানচালক ঝলমলিয়া হাট থেকে কলা বোঝাই করে নিজ বাড়িতে আসছিলেন।

পথে পুঠিয়া বাসস্ট্যান্ডের নিকট মহাসড়ক থেকে তাহেরপুর রোডের দিকে যাওয়ার মুহুর্তে রাজশাহী থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটি ধাওয়া করে আটক করতে সক্ষম হোন। তবে চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছেন।আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে দেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ