শুক্রবার দিবাগত ভোররাত ৪টার দিকে পুঠিয়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বামনপাড়া এলাকার মনিরের ছেলে আল-আমিন (২১), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার রাজনের ছেলে রাব্বি হাসান (২১) ও নওগাঁ জেলার পত্নীতলা থানার আজিজার রহমানের ছেলে ড্রইভার আব্দুস সবুর (৪১)।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে একটি সিলভার রঙের প্রাইভেট কারে মাদকদ্রব্যসহ নাটোর হতে রাজশাহী অভিমুখে আসছে। রাত তিনটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুঠিয়া থানাধীর পুঠিয়া জামে মসজিদের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। ভোর রাত চারটায় ঘটনাস্থলে প্রাইভেট কার থামানো মাত্রই আসামী তিনজন দরজা খুলে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের দায়িত্বরতরা ঘটনাস্থলেই তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
0 মন্তব্যসমূহ