Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

পুঠিয়ায় র‌্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় একটি প্রাইভেট কার জব্দ করে র‌্যাব।

শুক্রবার দিবাগত ভোররাত ৪টার দিকে পুঠিয়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বামনপাড়া এলাকার মনিরের ছেলে আল-আমিন (২১), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার রাজনের ছেলে রাব্বি হাসান (২১) ও নওগাঁ জেলার পত্নীতলা থানার আজিজার রহমানের ছেলে ড্রইভার আব্দুস সবুর (৪১)।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে একটি সিলভার রঙের প্রাইভেট কারে মাদকদ্রব্যসহ নাটোর হতে রাজশাহী অভিমুখে আসছে। রাত তিনটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুঠিয়া থানাধীর পুঠিয়া জামে মসজিদের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। ভোর রাত চারটায় ঘটনাস্থলে প্রাইভেট কার থামানো মাত্রই আসামী তিনজন দরজা খুলে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের দায়িত্বরতরা ঘটনাস্থলেই তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ