বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পিএন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা হিসাব রক্ষক অফিসার মিন্নাত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সরকারী পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা হাফিজুর রহমান, পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম প্রমূখ।
0 মন্তব্যসমূহ