দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৪ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ১৬ টি পূজামণ্ডপ ৫০০ কেজি হারে খাদ্যশস্য (চাউল) এর ডিও বিতরণ করা হয়েছে।
১০ অক্টোবর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সাবরিনা শারমিন ১৬ টি পূজামণ্ডপের দায়িত্বশীলদের নিকট চাউল ডিও হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পূজার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কাজ করবে। এনটিএমসির মাধ্যমে কোথাও কোনো কিছু হলে সাথে সাথে যাতে খ
বর পৌঁছে যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বর পৌঁছে যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে পূজা মন্ডপের দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, পূজাকে উৎসবমুখর করতে সরকার কতৃক সহযোগিতার চাউল দিয়ে আমরা ভক্তদের জন্য প্রসাদের ব্যাবস্থা করবো।
0 মন্তব্যসমূহ