Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে ---- লিটন





নিজস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক পুঠিয়া -দুর্গাপুর সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনীত প্রার্থী  নুরুজ্জামান লিটন  বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন। 

১৯ ফেব্রুয়ারী  (বুধবার)  সকাল দশটায় হাট কানপাড়া জাবেদা ডিগ্রী কলেজে অধ্যক্ষ ড. বদরুজ্জামান, বখতিয়ারপুর ডিগ্রি কলেজের 
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান,বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলাউদ্দিন , দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক  ও তাদের প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন জামায়াত  প্রার্থী নুরুজ্জামান লিটন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে  ইসলামী সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার আদায়ের সংগঠন। জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করা হবে। জামায়াতের নমিনেশন,  নেতৃত্ব কেউ চেয়ে নিতে পারে না, সংগঠনের সিদ্ধান্তক্রমে তা প্রদান করা হয়। আমিও দলীয় সিদ্ধান্তে এই আসনে মনোনীত প্রার্থী । জাতি গঠনে শিক্ষকের ভূমিকা সবথেকে মূর্খ। এছাড়াও প্রতিটি নির্বাচনে আমাদের শিক্ষকরা  প্রত্যক্ষভাবে নির্বাচনে কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। আপনারা দেখেছেন বিগত দিনে কেমন ভোট হয়েছে? এবার বিনা বাধায় জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ।  মহান শিক্ষকদের নিরপেক্ষ থেকে আগামীর নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।  সেই সাথে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ