আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে ও বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে যুবদল নেতা জার্জিস হোসেন সোহেলকে। তোফাজ্জল হোসেন এর আগে পরপর দুইবার মেয়র নির্বাচিত হন।
আসন্ন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র পদে লড়বেন তিনি। এছাড়া যুবদল নেতা সোহেল এবারই প্রথম কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন।
শনিবার দুপুরে গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দেশের বিভিন্ন পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দুর্গাপুর পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে তোফাজ্জল হোসেনের নাম ঘোষণা করা হয়।
অপরদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে দুর্গাপুর পৌরসভায় মেয়র পদে যুবদল নেতা জার্জিস হোসেন সোহেলকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ