পরিবার দাবী করছেন দুবৃর্ত্তরা পরিকল্পতি ভাবে তাকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর বাড়ির পাশে একটি কলা বাগানে তার লাশ ফেলে রেখে গেছে।
নিহতের মা ও হত্যা মামলার বাদী সুরোজ মাড্ডি বলেন, আমার মেয়ে নিরহ ও শান্ত প্রকৃতির ছিল। কারো সাথে কোনো দ্ব›দ্ব ছিল না। স্বামী ও তিন সন্তান নিয়ে সে ভালোই ছিল।
কোন অশুভ শক্তি আমার মেয়েকে এই নির্মাম ভাবে হত্যা করেছে তা আমার জানা নেই। তবে আমি এই হত্যার সঠিক বিচার চাই। আর দোষীর ফাঁসি চাই।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, এই হত্যা মামলার বিষয়টি পুলিশ অত্যান্ত গুরুত্বসহকারে তদন্ত করছেন। তবে এখনো পর্যন্ত হত্যার রহস্য উৎঘাটন বা জড়িতদের আটক করা যায়নি।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেরিনা মাড্ডি বাড়ি থেকে নিখোঁজ হয়। এর পরেরদিন সকালে বাড়ি থেকে ৫০০ গজ দুরে একটি কলাবাগানে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার দাবী করছেন দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করেছে। সে উপজেলার আটভাগ আদিবাসী গ্রামের নিমাই স্বরণের স্ত্রী।
0 মন্তব্যসমূহ