Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

আরইউজে’র নবনির্বাচিত কমিটির সদস্যদের দুর্গাপুর প্রেসক্লাবের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: দুর্গাপুরে জমকানো আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নবনির্বাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ অন্যান্য সদস্যদের সংর্বধনা দিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুর্গাপুর সদর থানা মোড় আম্বিয়া প্লাজায় দ্বিতীয় তলায় দুর্গাপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা সাংবাদিক সমাজের আহব্বায়ক মোবারক হোসেন শিশির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সাংবাদিক সমাজের প্রধান উপদেষ্টা মহসীন মৃধা।

প্রধান অতিথি ইউএনও মহসীন মৃধা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অপরাধ অনিয়ম দুর্নীতি সংবাদের মাধ্যমেই জাতি জানতে পায়। দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন, উপজেলার সাংবাদিকরা বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিল। আমি উদ্দ্যোগ নিয়ে সবার সাথে কথা বলে এখন সবাইকে একত্র করেছি। এই উপজেলার সাংবাদিকদের বসার জায়গা দিতে সরকারী জমিও বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মানউন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ইউএনও।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নবনিবাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, এ উপজেলায় কর্মরত সাংবাদিকদের ভালবাসায় আমরা অভিভূত। অতীতেও যেমন এখানকার সাংবাদিকদের পাশে ছিলাম আগামীতেও থাকতে চাই।

আরইউজে’র সভাপতি উপজেলার কর্মকরত সাংবাদিকদের উদ্দ্যেশে আরও বলেন, ইউএনও মহোদয় নিজস্ব ভবনের জমি বরাদ্দ দিয়েছে। এখন সেখানে ভবনও নির্মান করা হবে। ফলে উপজেলার সাংবাদিকদের কাজে আরও গতিশীল হবে। আমি ৬মাসের মধ্যে দুর্গাপুর প্রেসক্লাবে পাঠকদের বই পড়ার জন্য লাইব্রেরী তৈরি করে দিবো বলে তিনি জানান।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নবনিবাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক তানজিমুল হক সহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও কালের কণ্ঠ শুভ সংঘের রাজশাহী জেলার সভাপতি মুনজুর রহমান খাঁন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি তৈয়বুর রহমান, যুগা সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধাক্ষ্য সরকার দুলাল মাহবুব, সদস্য শরিফুল ইসলাম তোতা, রাজশাহীর সিনিয়র সাংবাদিক আজাহার আলী, রাশেদ রিপন, সালাউদ্দিন, গোলবার জুয়েল প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক মিজান মাহী, গোলাম রসুল, এসএম শাহাজামাল, সদস্য আব্দুল খালেক, ফরিদ আহম্মেদ আবির, জিএম কিবরিয়া, জুবায়ের তুহিন, শাহিন আলম, মাসুদ রানা তুষার, হাফিজুর রহমান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ