অপরদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া-দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাছুরা বেগমের স্বামীর নাম হাবিবুর রহমান (৬০)।
শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে গত ভোররাতে হাবিবুর রহমান তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। জানাগেছে তাদের মধ্যে দীর্ঘদিন থেকে মতবিরোধ চলে আসছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে স্ত্রী অন্য পুরুষের সাথে পরকিয়া করার সন্দেহে দু’জনের মধ্যে দীর্ঘদিন থেকে মনমালিন্য হয়ে আসছিল। সে সূত্রে এই হত্যাকান্ড হতে পারে।
পুলিশ খবর পেয়ে নিহেতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় জড়িত নিহতের স্বামীকে আটক করেছেন। এ ঘটনায় নিহতের ভাই মহসিন আলী শনিবার দুপুরে বাদী হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৩০ তারিখ-২০-০২-২১ ইং।
0 মন্তব্যসমূহ