মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে দুর্গাপুর বাজার ও আশেপাশের এলাকার ফুটপাতের ঘুমন্ত অসহায় মানুষ ও নৈশপ্রহরীদের মাঝে শীতনিবারনে শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। মানবিক এমন কাজের জন্য অনেকেই প্রশংসা করছেন পুলিশের ওই কর্মকর্তার।
নৈশপ্রহরী বাবুল জানায়, প্রচন্ড শীত আগুন জালিয়ে কিছুটা উত্তাপ নেওয়ার চেষ্টা করছিলাম। শীতে খুবই কষ্ট হচ্ছিল তবু ডিউটি করতেই হবে। ওসি সাহেব আমাদের সকলকে কম্বল দিলেন ফুটপাতে ঘুমন্ত মানুষদেরও দিলেন। আল্লাহ তাঁর ভালো করুক কেউ খোঁজ না রাখলেও তিনি রেখেছেন।
হাশমত আলী জানায়, প্রচন্ড শীত পড়েছে সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে। সারারাত জেগে জনগণের মালামালের নিরাপত্তা দিচ্ছে এই মানুষগুলো। তাদের দিকে আমাদের খেয়াল রাখা উচিৎ তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ছোট্ট চেষ্টা আমার। সকল শ্রেণী পেশার মানুষের উচিৎ নিজ অবস্থান থেকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্গাপুরের সাধারণ মানুষ। এমন মানবিক কাজে প্রশংসায় ভাসছেন ওসি হাশমত আলী।
0 মন্তব্যসমূহ