রোববার (৭ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরওম) মেহেদী হাসান সোহাগ প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর ডা. অশোক কুমারসহ ১০জন প্রথম দিনে করোনা ভ্যাকসিন নেন।
জানা গেছে, টিকা গ্রহণকারীরা সুস্থ এবং স্বাভাবিক আছেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুববা খাতুন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল মোতালেব, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম বাচ্চু প্রমুখ।
উপজেলায় প্রথম পর্যায়ে সাড়ে ১২ হাজার ৮৯০জন মানুষকে এ টিকা দেয়ার কথা থাকলেও এখন (শনিবার মধ্যরাত) পর্যন্ত মাত্র ১শ ২৮জন রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
টিকাদান অনুষ্ঠানে সংসদ সদস্য মনসুর রহমান সবাইকে করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ