নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরপরই দুর্গাপুরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে প্রার্থীরা দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। দল থেকে মনোনয়ন পাওয়ার পর নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা।
এরই মধ্যে নৌকা প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন।
১৯ ফেব্রুয়ারী শুক্রবার পৌরসভার ৪নং ওয়ার্ড চৌপুকুরিয়া নান্দোপাড়া ওয়ার্ডে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন প্রচার প্রচারনা চালিয়েছেন।
প্রচারনায় নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেনের সাথে ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহরাফ হোসেন, আওয়ামী লীগ নেতা লোকমান আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়, যুবলীগ নেতা শাওন আহম্মেদ, গোলাম রসুল, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন আদি সহ আরো অনেকে।
0 মন্তব্যসমূহ