Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে মেয়র পদে হ্যাটট্রিক জয় নৌকার তোফাজ্জলের

স্টাফ রিপোর্টার: রাজশাহীর  দুর্গাপুর পৌর নির্বাচনে হ্যাটট্রিক জয় পেলেন আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন। নৌকা প্রতীকে বর্তমান এই মেয়র পেয়েছেন ৮ হাজার ৮০৮ ভোট। নির্বাচনে মেয়র পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের জার্জিস হোসেন সোহেল পেয়েছেন ৬ হাজার ৪০১ ভোট।

ভোট গণনা শেষে রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে তোফাজ্জল হোসেনকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা কর হয়। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহসীন মৃধা।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবার দিয়ে পরপর তিনবার মেয়র নির্বাচিত হলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহসীন মৃধা বলেন, রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ১১ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শুরুতে ভোটারদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে।

তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮০৮ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী  জার্জিস হোসেন সোহেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪০১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সান্টু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ২০৭ ভোট ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হুমায়ুন কবীর  লাঙ্গল  প্রতীকে ১৩৪ ভোট পেয়েছেন।

তিনি আরো বলেন, এবার পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে মোট ভোটার ছিলো ২১ হাজার ১২৬ জন। ৭৮.৫৪% উপস্থিতিতে ১৬ হাজার ৫৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ।

জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পঞ্চম ধাপে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটাররা একটানা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ