এদিন সংসদ ও তাঁর স্ত্রী, পুত্র, কন্যা, পিএস, সিকিউরিটি গার্ডসহ পরিবারের ১৩ জন্য সদস্য করোনার প্রথম ডোজ টিকা সম্পন্ন করলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ নওশাদ আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাইফুল ইসলাম প্রমুখ।
যথাসময়ে ভ্যাক্সিন নিয়ে আসার ব্যবস্থা গ্রহন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এমপি ডাঃ মোঃ মনসুর রহমান বলেন, ‘টিকা নেয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে।
এমপি বলেন, টিকা নেয়ার সময় বুঝতেই পারিনি যে কখন টিকা দিয়েছেন। টিকা নিয়ে কোন রকম শারীরিক সমস্যা বুঝতে পারিনি, বরঞ্চ আগের থেকে অনেকটা ভালো লাগছে। মানসিক ভাবে সুস্থ্যতা বোধ করছি।
একই সাথে সকলকে করোনা টিকা নেয়া ও স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দেন এমপি মনসুর রহমান।
উল্লেখ্য, গেল বছর ২২ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এবং একই বছরের ৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১৩ দিন চিকিৎসা শেষে করোনামুক্ত হন তিনি।
0 মন্তব্যসমূহ