বুধবার (৩ফেব্রুয়ারি) রাজশাহীর তেরখাদিয়া ষ্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা। আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।
আটককৃতরা হলেন, দুর্গাপুরের বাচ্চু ও চারঘাটের শহীদুল ইসলাম।
হাশমত আলী জানান, গত বুধবার তেরখাদিয়া ষ্টেডিয়ামের সামনে থেকে শহিদুল একটি ব্যাটারি চালিত অটো চুরি করে দুর্গাপুরের ভাংড়ি ব্যাবসায়ী বাচ্চু’র নিকট বিক্রি করার জন্য দিয়ে যায়। বাচ্চু চোরাই ব্যাটারি চালিত অটো গাড়ি বিক্রির উদ্দেশ্যে গাড়ির রং পরিবর্তন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাচ্চু কে চোরাই অটোসহ হাতে নাতে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ।
পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে পানানগরের সাইফুলের বাড়ী থেকে আরও একটি চোরাই ব্যাটারি চালিত অটো উদ্ধার করা হয়।
জানা গেছে, শহিদুল মোট ৪ টি অটো বিভিন্ন জায়গা হতে চুরি করে, বাচ্চুর মাধ্যমে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিক্রি করিয়েছেন। আরও দুটি অটো উদ্ধার এর চেষ্টা অব্যাহত আছে।
এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, পুরো অভিযান পক্রিয়া রাজশাহীর সু-যোগ্য পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় দুর্গাপুর থানার দক্ষ এস আই, এএসআই গন পরিচালনা করেন। চুরি হওয়া বাকী ২টিআটো উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। এবং চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ