Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

পুঠিয়ায় আন্তঃজেলা গরুচোর চক্রের তিন সদস্য আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরি করে ট্রাকে তোলার সময় আন্তঃজেলা চোর চক্রের তিনজনকে আটক করেছেন গ্রামবাসী।

পরে ট্রাকসহ আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক আজিজুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হচ্ছে জেলার কাপাশিয়া-ফকিরপাড়া গ্রামের দুলাল খন্দকারের ছেলে সম্রাট (২২), মোল্লাপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে জীবন (২১) ও মীরকামাড়ি গ্রামের আফাল উদ্দীন অরফে আলালের ছেলে আল আমিন (২৫)। মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারী) ভোররাতে পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাতে গরুচোররা মাছবাহী একটি ট্রাক নিয়ে সরিষাবাড়ি গ্রামের আজিজুল হকের বাড়িতে যায়। পরে ওই চোরেরা তার গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু ট্রাকে তোলার সময় স্থানীয়রা বিষয়টি টের পায়।

এ সময় আশেপাশের লোকজন বের হয়ে আসলে চোরেরা ছত্রভঙ্গ হয়ে যায়। স্থানীয় লোকজন এদের মধ্যে তিনজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ