সোমবার (১ মার্চ) দুপুর একটার দিকে ভালুকগাছি-বিড়ালদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম উপজেলার ভালুকগাছি-নন্দনপুর পূর্বপাড়া গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপরের দিকে নিহত ওই মহিলা বাড়ির পাশে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। সে সময় একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন ট্রলি চালক লিটন আলী (২৪) ও হেলপার মিলন (২১) কে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছেন। পাশাপাশি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
0 মন্তব্যসমূহ