গ্রেফতারকৃত ফিরোজ আলীপুর গ্রামের দেলু চৌধুরীর ছেলে।
ফিরোজকে গ্রেফতারের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করে জেলা ডিবি পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় দুর্গাপুর থানা পুলিশ।
থানার পুলিশ জানায়, রোববার রাজশাহী জেলা ডিবি পুলিশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার আলীপুর বাজারে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আলীপুর বাজার সংলগ্ন আলীপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে থেকে ফিরোজ চৌধুরী নামের এক ব্যক্তিকে আটক করে।
পরে তাঁর মোটরসাইকেল তল্লাশি করে ১০০পিস ইয়াবা উদ্ধার করে জেলা ডিবি পুলিশ।
এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফিরোজ চৌধুরীরকে গ্রেফতার করে। ওই সময় তাঁর কাছে থেকে ১০০পিস ইয়াবা ও একটি জিক্সার সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ