Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

নবনির্বাচিত মেয়র তোফাজ্জল হোসেনের বক্তব্যের প্রতিবাদে দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: দুর্গাপুর পৌর নির্বাচনের নবনির্বাচিত মেয়র তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জড়িয়ে আক্রোশমূলক যে  বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে দুর্গাপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত  করা হয়েছে।

মঙ্গলবার (২মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক নেতারা বলেন, মেয়র তোফাজ্জল হোসেন সাংবাদিকদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা সাংবাদিকদের জন্য অত্যন্ত দুঃখজনক মানহানিকর।

তার এই বক্তব্যে জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তিনি। অবিলম্বে তিনি যদি তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে যাব।

এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক সমাজের আহ্বায়ক মোবারক হোসেন শিশির, দুর্গাপুর প্রেস ক্লাবের উপদেষ্টা রবিউল ইসলাম, এস এম আমিনুল ইসলাম, এসএম শাহজামাল, গোলাম রসুল, মিজান মাহি, জিএম  কিবরিয়া, শাহীন আলম,  আব্দুল খালেক,ফরিদ আহমেদ আবির,মশিউর রহমান, জুবায়ের তুহিন,  প্রমুখ।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুর পৌরসভা নির্বাচনের দিনে মেয়র তোফাজ্জল হোসেন একটি অনলাই টিভিতে সাংবাদিকদের বিরুদ্ধে দুর্গাপুর পৌরসভা কাঁচুপাড়া ভোট কেন্দ্র দখল ও হামলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জড়িয়ে মনগড়া,মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেন তিনি। যা পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ