শনিবার (২৭মার্চ) বেলা ৩টার দিকে ওই শ্রমিকরা তাহেরপুর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্গাপুর পৌর সদর শালঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী গ্রামের শামীম, কেরামত, সোহরাফ, বাবলু, রায়হান, গাজী, মতিউর, আরিফ ও সোলেমান। তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারার তাহেরপুর থেকে ১২জন নির্মাণ একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রলি যোগে চারঘাট উপজেলায় যাচ্ছিলেন। পথে দুর্গাপুর পৌর সদর শালঘরিয়া এলাকায় ট্রলি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে।
এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে ৯জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিল। স্থানীয় এলাকাবাসী আহত ওই নির্মাণ শ্রমিকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাদের অবস্থা এখন শঙ্কা মুক্ত বলে জানান ওসি।
0 মন্তব্যসমূহ