অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৮ মার্চ রোববার সকালের দিকে মোছাঃ সোনিয়া বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিচ্ছিলেন এসময় পাশের বাড়িওয়ালা মোঃ কাবিলের বাড়িতে ধুলো যায় এনিয়ে আহতের শাশুড়ি সাথে কাবিলের স্ত্রী আবেদা বেগমের বাকবিতন্ডা শুরু হলে তাকে মারতে আবেদা ও তার মেয়ে রিয়া লাঠিসোঁটা নিয়ে তাড়িয়ে আসে এসময় সোনিয়া ঘটনাস্থলে উপস্থিত হলেই আবেদা, রিয়া তার উপর চড়াও হয় তাদের মাঝে ধস্তাধস্তি হতে থাকলে আবেদার স্বামী কাবিল ও ছেলে রানা লাঠিসোঁটা নিয়ে সোনিয়াকে বেধড়ক পেটায় এসব তার হাতের হাড় ফেটে যায়।
আহত সোনিয়া জানায়, আমার দুর্বল ও দরিদ্র হওয়ার কারণে প্রায় সময় আমাদের তেড়েফুঁড়ে আসে এককথায় তাদের প্রভাব আমাদের উপর বিস্তার করে, তাদের বাড়িতে ধুলোই যায়নি পূর্বের রীশথেকে ঝগড়া লাগায় উত্তর দিয়েছি বলেই পশুর মতো আমাকে সবাই মিলে পিটিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
আহতদের স্বামী বাদী সুজন আলী জানায়, ঘটনার সময় বাড়িতে না থাকায় আমার মা ও বাউকে এভাবে মেরেছে তার পূর্ব থেকেই আমাদের দেখতে পারেনা উনিশ, বিশ, হলেই বাড়িতে তেড়ে আসে মারতে অন্যায়ভাবে আমার বউকে পিটিয়ে হাত ভাঙ্গলো, বিয়ের মাঝে তাকে উপহার দেওয়া স্বর্ণের চেইনটির কোনো খোঁজ নেই। আমরা অসহায় মানুষ দেশ ও জাতির কাছে ন্যায্য বিচার চাচ্ছি।
এ ঘটনায় অভিযুক্ত রানা জানায়, আমার মা ঝাড়ু দিচ্ছিলেন ওই ধুলা ওদের বাড়িতে গেলে সোনিয়ার শাশুড়ী ঝগড়া লাগিয়ে দেয় এসময় সোনিয়া আর বাচ্চাকে শাশুড়ীর কোলে দিয়ে মায়ের সাথে মারামারি লাগায় আমার বোন মাকে বাঁচাতে গেলে ওর আঙ্গুলে কামড় দেয়। আমার বাবার একটি লাঠির বাড়ি সোনিয়ার গায়ে লাগে এতোটুকু আমি শুনেছি ঘটনার সময় বাড়িতে ছিলাম না।
অভিযোগের বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ