দিবসটি উপলক্ষে রোববার সূর্যদের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতার জীবনকাঠি শীর্ষক আলোচনা সভা, ৭ মার্চের ভাষণের অনুসরণে আয়োজিত বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্যের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ওমর আলী, কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া, নির্বাচন অফিসার জয়নুল আবেদীন, প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ। এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ।
0 মন্তব্যসমূহ