Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে পানবরজ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মাহাবুর রহমান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাহাবুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের আজাদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে। এর পাশে তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন পানবরজের ভাগ চান।

এ নিয়েই সকালে মারামারি শুরু হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, ‘এইমাত্র বিষয়টি শুনলাম। বিস্তারিত জানি না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তবে যারা মারধর করেছেন তারা বাড়ি থেকে পালিয়েছেন বলে শুনলাম।’

নিহতের মরদেহ রামেকের মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ