রোববার (২১ মার্চ) সকালে উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে পুঠিয়া-তাহেরপুর সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা নিজাম উদ্দিন, কামরুল ইসলাম, গফুর আলী, নজরুল ইসলাম, ইমাম নূরুল ইসলাম সহ অনেকে।
বক্তারা বলেন, মেডিকেল অফিসার কখনোই উপ-স্বাস্থ্য কেন্দ্রে আসেনা। স্যাকমো আসেন দুই এক ঘন্টা থেকে চলে যান। এছাড়া তিনি রোগীদের সাথে খারাপ আচরণ করেন। রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়না। টিকিট কাউন্টারের সামনে থেকে শুনে রোগীদের ঔষুধ দেওয়া হয় নামমাত্র। টিকমত রোগীদের ঔষুধ দেওয়া হয়না।
ঝারুদার মহিলা হাজেলা বেগমের নিকট এবং তার নাতি নাবালক নাহিদের কাছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের চাবি থাকে। তারাও এলাকার রোগীদের ঔষুধ দেওয়া সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন এবং এগুলো নিরষনে উদ্ধর্তন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।
0 মন্তব্যসমূহ