রোববার (৭ মার্চ) বিকেলে দুর্গাপুর থানা চত্বরে ৭ মার্চ পালন ও আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।
এস আই জিলালুর রহমান জিলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, জেলা পরিষদের সদস্য ও দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী খাঁ, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শমসের আলী, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক টুলু, আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ, পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।
0 মন্তব্যসমূহ