দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে দুর্গাপুর উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব আলী মোল্লা, অধ্যক্ষ আব্দুল আজিজ, অধ্যক্ষ আব্দুর রব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিন সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ