মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন লস্করপুর ডিগ্রি মহাবিদ্যা নিকেতনের সামনে পুঠিয়া-আড়ানি সড়কে বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫টায় খান এন্টার প্রাইজ নামক (রাজ মেট্রো-১১০০৮৮) যাত্রীবাহী বাসটি ওই স্থানে গ্যারেজ করে রাখেন বাসের চালক। পরেরদিন ৩০ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ বাসে আগুন দেখে পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষনে বাসের ভেতরের পুরো অংশ পুরে ছাই হয়ে যায়। তবে সে সময় বাসে ভেতরে কেও না থাকায় কেও হতাহত হয়নি।
দমকল বাহিনীর সদস্যরা মনে করছেন বাসের ব্যাটারির সর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুঠিয়া থানা পুলিশও।
এব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে।
0 মন্তব্যসমূহ