শুক্রবার (২৩এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ।
এছাড়াও সি আর গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামি দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের ইব্রাহিম (৪০) ও নিয়মিত মামলার আসামি উপজেলার ঝাঁলুকা গ্রামের আবুল হোসেন (৩৮) গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে তাঁদের প্রত্যেককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মাইনুল কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় মাকদকের একাধিক মামলা রয়েছে। মাদকের এক মামলায় তাঁর এক বছরের সাজাও হয়। এছাড়াও ইব্রাহিম ও আবুল হোসেন নামের আরও দুই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি হাশমত আলী।
0 মন্তব্যসমূহ