সোমবার (২৬এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ এ অর্থদণ্ড করেন।
জানা গেছে, উপজেলার গোড়খাই গ্রামে তবিবুর, শ্যামপুর গ্রামের জহুরুল, পালিবাজারের আতাহার, সাহাবাজপুর গ্রামের রাজু আহম্মেদ নামের পুকুর খনন করছিল। পুকুর খননের মাটিও তাঁরা রাস্তা নষ্ট করে বিভিন্ন ট্রাক্টরে জায়গা বাজারজাত করছিল।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ পুকুর খনন ও রাস্তার ক্ষতি সাধন করে মাটি বাজারজাত করায় প্রত্যেক পুকুর মালিককে ৩০হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।
পরে তাঁরা প্রত্যেকে ভ্রাম্যমান আদালতে ৩০হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে ছাড়া পান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ বলেন, পুকুর খনন করে সেই পুকুরের মাটি পরিবহন করার কাজে অবৈধ যানবাহনগুলো ব্যবহার করা হচ্ছিলো।
এছাড়া এসব যানবাহন দিয়ে সরকারি গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত করা হচ্ছিলো, বিধায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।
0 মন্তব্যসমূহ