রোববার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার মাড়িয়া ইউনিয়নের জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাগর হোসেন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ওই ঘটনায় সাগরের সহপাঠী নাইম ও জাকির আহত হয়েছে। তাদের বাড়িও একই গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়ায় মাটিবহনের একটি ট্রাক্টরে সাগর হোসেনসহ তার আরেক সহপাঠী উঠে বসে। পথে ভাঙা রাস্তায় ট্রাক্টরটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে সাগর ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ