Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট-বাজার গুলোতে পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন।

আজ রোববার (২মে) উপজেলা সদরের সিংগা বাজারের হাটবার।নিয়মিত বাজার মনিটরিং অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টার দিকে বাজার মনিটরিং এ নামেন দুর্গাপুর উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা।

এসময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের দোকান পরিদর্শন করেন পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। এবং দোকানীর ন্যায্যমূল্যের চাট টাঙ্গিয়ে পণ্য বিক্রয়ের জন্য বলেন।

তিনি আরো বলেন, নিয়মিতভাবে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। দোকানদারের বিরুদ্ধে ক্রেতাদের ঠকানোর অভিযোগ পেলে তাঁকে আইনের আওতায় নেওয়া হবে।

জানা গেছে, সপ্তাহের প্রতি রোববার ও বুধবার হাটবার। সপ্তাহে দুই দিন এখানে হাট বসে।

বাজার মনিটরিং এর সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সাথে ছিলেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ