স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: মাস্ক না পরে বাইক নিয়ে হৈ হুল্লোড় করে বাজার দাঁপিয়ে বেড়াচ্ছিল তিন যুবক। এ সময় থানা মোড় এলাকা হতে তিন যুবককে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।
মুখে মাস্ক না থাকায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে পরে তিন যুবককে তপ্ত রোধে ১৫মিনিট দাঁড়িয়ে রাখা হয়। পরে তাদের মুখে মাস্ক পরিয়ে ছেড়ে দেওয়া হয়।
বুধবার বেলা ১২টার দিকে দুর্গাপুর থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) মাস্ক না পরায় ১৫ যুবককে ১০ মিনিট রোদে বসিয়ে শাস্তি দিয়েছিলো থানা পুলিশ।
বুধবার দুর্গাপুর সদর বাজারে দেখা গেছে, প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থান নিয়েছে থানার পুলিশ। সদর বাজারের বিভিন্ন মোড় এলাকায় যাদের মাস্ক ছাড়া দেখা গেছে তাদের মাস্ক পরিয়ে কিছুক্ষণ তপ্ত রোদে বসিয়ে শাস্তি দিতে দেখা যায়।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাস্ক বিতরণ কর্মসূচি পালনের সময় বাজারের বিভিন্ন মোড়ে মাস্কহীন প্রায় ২০ জনকে এ শাস্তির আওতায় আনে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) হাশমত আলী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মাস্ক ছাড়া বের হওয়ায় পথচারিদের ৮ থেকে ১০ মিনিট মাস্ক পড়িয়ে রাস্তায় বসিয়ে রেখে সাময়িক শাস্তি দেয়া হয়েছে। এটা সচেতনতার জন্য করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ থেকেই সাধারণ মানুষ শিক্ষা নেবেন ও নিয়মিত স্বাস্থ্যবিধি মানবেন।
0 মন্তব্যসমূহ