দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই গ্রামের সোনারপাড়ার খয়বর আলীর ছেলে সোহরাব আলীর করোনা শনাক্ত হলেও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়নি। এরপরও একসাথে থাকার সিদ্ধান্ত নেন তারা।
জানা গেছে, ওই আমবাগানে দু’দিন থাকার পর ৯৯৯ নম্বরে জনৈক ব্যক্তির ফোন পেয়ে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে করোনা আক্রান্ত সোহরাব আলী ও তার স্ত্রীকে আমবাগান থেকে উদ্ধার করেন।
পরে সোহরাবের বাবার বাড়ির একটি কক্ষে হোম কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয় সোহরাব আলীকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, করোনা আক্রান্ত হলেও সোহরাব আলীর শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন। এই মহামারীর দুঃসময়ে এমন অমানবিক ঘটনা এড়াতে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কাজ করছে।
1 মন্তব্যসমূহ
many many thanks to our durgapur poolice
উত্তরমুছুন