Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

করোনায় মারা গেলেন জাপা নেতা হুমায়ন কবীর

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হুমায়ন কবীর (৩২) মারা গেছেন। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকের কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত হুমায়ন দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে। তিনি এবারের দুর্গাপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে নিয়ে ভোটে অংশ নিয়ে ছিলেন।

করোনায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোটভাই কাদেরী কিবরিয়া।

তিনি বলেন, গত ২০জুন হঠাৎ বড়ভাই হুমায়নের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে করোনা পরীক্ষার রিপোর্ট তাঁর পজিটিভ আসে। তাঁরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

রোববার সকালে তাঁর শারিরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে সে মারা যায়।

হুমায়ন কবীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাঁরা। পরে পারিবারিক করবস্থানে বাবার কবরের পাশে শায়িত হন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ