জানা গেছে, ডায়াবেটিস থাকায় আব্দুল মালেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাঁচাতে অনার্স পড়ুয়া মেয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার ভার বহনে তার পরিবার কুলিয়ে উঠতে পারছে না। নিরুপায় হয়ে সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাহায্যের জন্য আবেদন করেন।
তিনি ফেসবুকে লেখেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি.... আমি মোছাঃ আইরিনা খাতুন।
আমার বাবা-মা কয়েকদিন যাবত করোনা পজিটিভ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে যে পরিমাণ খরচ হচ্ছে, তা বহন করা- আমার পরিবারের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। আমার পরিবার অসহায় জীবন যাপন করছে।
তাঁর বৃদ্ধ বাবা,মার চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। তাদের সাহায্য পাঠানোর ঠিকানা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ১ নাম্বার ওয়ার্ডের ৭ ও ২৭ নাম্বার বেডে আছেন।
বিকাশ:01317153011( পারসোনাল) , নগদ: 01794039236(পারসোনাল)।
এ বিষয়ে দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, আমি তাদের সংবাদ পেয়েছি, তাঁরা যোগাযোগ করলে সহযোগিতা করা হবে।
0 মন্তব্যসমূহ