শনিবার (১৭ জুলাই) সকাল ১০ থেকে বাড়ি বাড়ি গিয়ে সেমাই, চিনি, দুধ, তেলসহ নানা উপকরণ উপজেলার শতাধিক পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়।
ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশী তবে করোনার কারণে এবারের ঈদ নিম্ন বিত্ত মানুষদের জন্য খুশির বদলে দুঃখ দিচ্ছে বেশি। করোনার প্রকোপ মোকাবিলায় লকডাউন নানা বিধিনিষেধে নিন্ম-আয়ের মানুষের দুবেলা খাবার জোটানোই কষ্টকর হয়ে পড়েছে। তাই ঈদে তাদের দুঃখ লাঘব করতে এমন ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে পুলিশ।
উপহারভোগী মানিক বলেন, পুলিশ আমার বাড়ি এসে উপহার দিবেন তা কখনোই ভাবতে পারিনি। আমাদের দুঃখ তাঁরাও অনুভব করছে। সত্যিই পুলিশ মানে আতঙ্ক নয়, বর্তমানে তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করছে।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, পুলিশ সুপার রাজশাহী কর্তৃক প্রেরিত উপহার সামগ্রী বাড়ি, বাড়ি পৌঁছে দিলাম। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করার উদ্দেশ্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু। জনগণের সুখে দুঃখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা পুলিশের তদন্ত অফিসার মিজানুর রহমান, এসআই মনিরুজ্জামান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের কর্মী-গন।
0 মন্তব্যসমূহ