সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কানপাড়া দুর্গাদহ মধ্যপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশ।
এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দীর্ঘদিন ধরে আবু সাঈদ স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। রোববার রাতে আবু সাঈদ সবার অজান্তে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
তিনি আরও বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় নিহতের বড় ছেলের জিম্মায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ