গত ১৩ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে হাঁটাহাটি করতে বের হন। পরবর্তীতে তিনি আর বাসায় ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার ছেলে জিল্লুর রহমান গতকাল পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ছেলে জিল্লুর রহমান বলেন, বার্ধক্যজনিত কারণে মায়ের স্মরণশক্তি কমে গেছে। এছাড়াও তিনি কোনো কিছু মনে রাখতে পারে না। নিখোঁজ হওয়ার সময় মায়ের পরনে সবুজ রঙের শাড়ি ছিলো।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘ওই মহিলা নিঁখোজ হওয়ায় পর তার ছেলে থানায় একটি জিডি করেছে। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’
0 মন্তব্যসমূহ