আগামীকাল ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-০৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় সফরসূচিঃ
মহান বিজয় দিবস এর অনুষ্ঠানে এদিন সকাল ৬ টায় পুঠিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাড়ে ৬ টার দিকে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করবেন।
পরে সকাল ৯টার দিকে পুঠিয়া সরকারী পিএন উচ্চ বিদ্যালয় মাঠ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এর অভিবাদন গ্রহণে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এদিকে, বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং বিকেল ৪টায় দুর্গাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে যোগদান করবেন।
তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী-০৫ আসনের সাংসদের ব্যক্তিগত সহকারী মোঃ শফিকুল ইসলাম।
0 মন্তব্যসমূহ