উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ক’ শ্রেণীভূক্ত জমিতে তৃতীয় দফায় ভূমি ও গৃহহীনদের জন্য ৫৬টি পাঁকা ঘর নির্মাণ কাজ হচ্ছে। আর এই সকল ঘরগুলো পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা-গুচ্ছ গ্রামে তৈরি হচ্ছে। উপজেলা প্রশাসনের অধিনে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা।
বুধবার সকালে কান্দ্রা-গুচ্ছ গ্রামে নির্মাধিন ঘর গুলো ঘুরে দেখা গেছে, একটি পরিবারের জন্য নির্মিত প্রতিটি ঘরের মধ্যে দুটি বেডরুম, একটি বাথরুম ও রান্নার স্থান তৈরি করা হচ্ছে। সেই সাথে ওই পরিবার গুলোর আধুনিক সুবিধার জন্য থাকছে আলাদা বিদ্যুৎ সংযোগ, খাবার পানি সরবরাহের পাশাপাশি ওই এলাকায় স্থাপন করা হচ্ছে আলোকবাতি। বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে খেলার মাঠ, যাতায়াতের জন্য তৈরি হচ্ছে নতুন পাকা সড়ক।
ওই এলাকার ইউনিয়নের সাধারণ সদস্য বদিউজ্জামান বদি বলেন, বিগত সময়ে এই গুচ্ছ গ্রামে বসবাসকারীদের টিনসেট ঘর ছিল। ঘরগুলোর বেশীর ভাগ ছিল জরাজীর্ন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে পাঁকা ঘর নির্মাণ করা হচ্ছে। আর আশ্রয়ণ প্রকল্প জুড়ে থাকবে আধুনিক মানের সকল সুযোগ সুবিধা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, ঘরগুলো তৈরিতে অনেক উন্নতমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। আর প্রতিটি পরিবার পাকা ঘরের সাথে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি খাবার পানি সরবরাহের সুবিধা পাবেন। সেই সাথে ওখানে বসবাসরত সকল বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে খেলার মাঠ। উপজেলা প্রকৌশলীর মাধ্যমে প্রতিটি ঘর নির্মাণ কাজ তদারকি করানো হচ্ছে।
0 মন্তব্যসমূহ