মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা ভূমি অফিসের সামনে তারা এই কর্মবিরতি পালন করেন।
দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচী চলমান থাকবে বলে জানিয়েছেন তারা। এ সময় তারা কোন প্রকার প্রশাসনিক কার্যক্রমে অংশ গ্রহন করেননি। কর্মচারীদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন সেবা গ্রহীতারা।
উপজেলা ভূমি অফিসে সেবা নিতে এসেও কর্মচারীদের কর্মবিরতি চলায় সেবা না পেয়েই চলে যেতে হয়েছে গ্রাহকদের। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির মোহাম্মদ মনিরুল ইসলাম, জমা সহকারী আনোয়ার হোসেন, ইউএনও কার্যালয়ের অফিস সুপার আফসার আলী সহ অনেকেই।
উপজেলা ভূমি অফিসের নাজির মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সচিবালয়ের ন্যায় আমাদের পদ পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য দূর করার জন্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত ৩ মাসের কর্মসূচির আওতায় প্রতিদিন আমরা হাজিরা খাতায় স্বাক্ষর করে এই কর্মবিরতি পালন করছি। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত একটানা এই কর্মবিরতি চলবে বলে উল্লেখ করেন তিনি ।
প্রসঙ্গত, বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের ১৩ থেকে ১৬ গ্রেডে অবস্থানকারী কর্মচারীরা বাংলাদেশ সচিবালয়ের ন্যায় তাদের পদ-পদবি পরির্তন ও বেতন বৈষম্য দূর করার জন্য দাবি জানিয়ে এ কর্ম বিরতি শুরু করেছেন।
0 মন্তব্যসমূহ